প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
সখীপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনেই আক্রান্ত ৫

টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়েছে। বাকি চারজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আসমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন করে ডেঙ্গু জ্বর শনাক্ত হওয়া বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী শাহীন আল মামুনকে (৪২) গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা পাঠানো হয়েছে। এ ছাড়া বাবুল সিকদার (৫০), মাওলানা হুসাইন আলী (৫৫), রিজন (২৫) ও সার্জেন্ট জয়নাল আবেদীনকে (৪৩) হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত রোববার রাতে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনুকে (৫০) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গু নিয়ে উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন প্রগতির আলোকে বলেন, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ৯ তারিখ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সখীপুরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com